ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

শৃঙ্খলাভঙ্গ থেকে বিধ্বংসী ইনিংস: সমালোচকদের মুখ বন্ধের হুশিয়ারি!

প্রকাশিত: ১০:২৯, ১১ জানুয়ারি ২০২৫

শৃঙ্খলাভঙ্গ থেকে বিধ্বংসী ইনিংস: সমালোচকদের মুখ বন্ধের হুশিয়ারি!

সংগৃহীত

বিপিএলে ঢাকা ক্যাপিটালের ক্রিকেটার সাব্বির রহমানের শৃঙ্খলাভঙ্গের ঘটনা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। দলের কোচ খালেদ মাহমুদ নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সাব্বির টিম ম্যানেজমেন্টকে না জানিয়েই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁকে ম্যাচ না খেলানোর শাস্তি দেওয়া হয়েছিল।

তবে মাহমুদ আশা করেছিলেন, এই ঘটনার পর সাব্বির আরও ভালো করার জন্য অনুপ্রাণিত হবেন। কিন্তু ৭ জানুয়ারি সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাত্র ২ রান করেই আউট হন সাব্বির। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকা এই ক্রিকেটার এরপরও সমালোচনার জবাব দিতে পারেননি।

তবে চিটাগং কিংসের বিপক্ষে গতকালের ম্যাচে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি। ছয় নম্বরে নেমে মাত্র ৩৩ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাব্বির, যেখানে ছিল ৯টি ছয় ও ৩টি চারের মার। তাঁর এই ইনিংস এবং ওপেনার তানজিদ হাসানের ৪৮ বলে ৫৪ রানের সৌজন্যে ঢাকা ৫ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

তবে এই রানও চিটাগং কিংসকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায় ঢাকা, যা টুর্নামেন্টে তাদের পরপর সব ম্যাচেই পরাজয়ের গল্প বয়ে আনে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাব্বির নিজের পারফরম্যান্স নিয়ে যেমন আত্মবিশ্বাসী ছিলেন, তেমনই কোচ খালেদ মাহমুদের মন্তব্যের কড়া জবাবও দেন। অনুশীলনে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, “কোচের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাঁকে জানিয়েছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে। হয়তো তিনি বিষয়টি বুঝতে পারেননি। তবে আমার মনে হয়, দলের ভেতরের ব্যাপারগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো।”

নিজেকে নিয়ে চারদিকে চলমান সমালোচনা প্রসঙ্গে সাব্বির আরও বলেন, “আশেপাশের কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না। তবে আমি জানি, কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। মাঠে নিজের পারফরম্যান্স দিয়েই সবার মুখ বন্ধ করব।”

সাব্বিরের এই ইনিংস দলকে জেতাতে না পারলেও তাঁর ব্যক্তিগত ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে। 
 

বৈশাখী

×