ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মায়োর্কাকে উড়িয়ে ফাইনালে রিয়াল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩০, ১০ জানুয়ারি ২০২৫

মায়োর্কাকে উড়িয়ে ফাইনালে রিয়াল

.

একদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটেছিল বার্সেলোনা। বৃহস্পতিবার সেই পথে হাঁটল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। শেষ চারের ম্যাচে এদিন জুড বেলিংহাম ও রড্রিগোর গোলে কার্লো আনচেলত্তির দল ৩-০ ব্যবধানে পরাজিত করে মায়োর্কাকে। সেই সঙ্গে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নেয় লস ব্ল্যাঙ্কোসরা। 
এর আগে স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে সহজে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। লামিন ইয়ামাল ও পাবলো গাবি কাতালানদের হয়ে গোল করেছিলেন। আগামীকাল রবিবার রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সুপার ক্ল্যাসিকো দেখার জন্য অপেক্ষায় এখন গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। 
সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে  গোলশূন্য সমতা করে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো  গোয়েস ভালো একটি সুযোগ  তৈরি করেন। কিন্তু তার হেড পোস্টে লেগে ফিরে আসে। জুড বেলিংহামও গোলরক্ষককে পরীক্ষা নিয়ে পরাস্ত হন।  দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বেলিংহাম রিয়াল মাদ্রিদকে প্রথম লিড এনে দেন। তার ওই গোলেই জয় দেখছিল লস ব্ল্যাঙ্কোসরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান ২-০ হয়ে যায় মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভেলজেন্টের আত্মঘাতী গোলে। পরেই ব্যবধান ৩-০ করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস।
রিয়ালের এই জয়ের পর এখন টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে দেখা মিলবে এল ক্লাসিকোর। সর্বশেষ গত বছর বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তার আগেরবার অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।
ম্যাচ শেষে ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া প্রসঙ্গে কথা বলেছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ল্যাসিকো নিয়ে ইদানীং অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত বছর সুপার কাপে আমরা তাদের ৪-১ গোলে হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের ৪-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচটি কেমন হবে, সেটা কল্পনা করা কঠিন। এটা উপভোগ্যই হবে। কারণ, মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় উপস্থিত থাকবে। আর অবশ্যই আমরা বার্সার চেয়ে সেরা দল হয়ে ম্যাচ শেষ করতে চাই।

×