ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

তামিমের আচরণে লজ্জিত হেলস!

প্রকাশিত: ১১:২৯, ১০ জানুয়ারি ২০২৫

তামিমের আচরণে লজ্জিত হেলস!

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে অ্যালেক্স হেলস তামিমের আচরণকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ক্রিকেটার হেলসের সাথে তামিম ইকবালের বাদানুবাদ ঘটে। হেলসের অভিযোগ, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা তার কাছে খুবই লজ্জাজনক। তবে হেলস বলেন, তিনি বিপিএল উপভোগ করেছেন এবং দলের সাফল্য নিয়ে খুশি। তিনি জানিয়ে দেন, রংপুরের ৬টি ম্যাচে জয় লাভ তাদের জন্য এক দারুণ অভিজ্ঞতা।

এছাড়া, হেলস তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট, ৬ ম্যাচে ২১৮ রান করেছেন, যার মধ্যে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংসও রয়েছে। তিনি দলের সব সদস্যের ভালো পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বিপিএলের মানের উন্নতি দেখতে পেয়েছেন। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ এবং ভবিষ্যতে আরও আসতে চান।

নাহিদা

×