ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

টানা দুই জয়ে সমতা বাংলাদেশের

জিএম মোস্তফা

প্রকাশিত: ০০:২৪, ১০ জানুয়ারি ২০২৫

টানা দুই জয়ে সমতা বাংলাদেশের

বৃহস্পতিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট শিকারের উল্লাস বাংলাদেশের মেয়েদের

আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ  খেলতে যাওয়ার আগে দারুণ আত্মবিশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশ নারী দলের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম দুই টি২০ ম্যাচে হেরেও সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেস বাহিনী। শেষ দুটিতে জিতে চার ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে সমতায় শেষ করেছে সুমাইয়া আক্তারের দল। 
শেষ জয়টি এসেছে বৃহস্পতিবার। তৃতীয়টিতে জয় পাওয়ার পর দারুণ আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচ খেলতে নামে  ঈভা-জান্নাতুলরা। কলম্বোর বার্গার রিক্রিয়েশন ক্লাব মাঠে প্রথমে ব্যাটিং করে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে প্রতিপক্ষকে ১০৫/৮ রানে আটকিয়ে দেন ফাহমিদা ছোয়া-জান্নাতুল মাওয়ারা। আর তাতেই ২১ রানের দারুণ এক জয় উপহার দেয় বাংলাদেশ। প্রতিপক্ষকে খুব অল্প রানে আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জান্নাতুল। মাত্র ২৩ রানের বিনিময়েই লঙ্কানদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও নিজের করে নেন তিনি। 
টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের নিজেদের অবস্থা পর্যবেক্ষণের শেষ সুযোগ ছিল এই সিরিজ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও শেষ দুটিতে নিজেদের দারুণভাবেই মেলে ধরেছে বাংলাদেশের ব্যাটার-বোলাররা।  টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলেই বাউন্ডারি মারেন ফাহমিদা ছোয়া। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে আউট হন ফাহমিদা, ৭ বলে ১১ রান করে।

সপ্তম ওভারে পর পর দুই বলে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা (১৩) ও ঈভা (২০)। এর পর সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আগের ম্যাচের নায়ক আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল  খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। শেষদিকে ১টি করে চার-ছক্কায় ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলে দলকে ১২৬ রানে নিয়ে যান সাদিয়া আক্তার। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি। 
লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে কেবল পরাজয়ের ব্যবধানটাই কমান হানসিকা। এছাড়া, নানায়াক্কারা ২৫, সেনেথমা ১২ এবং ৭ রান করেন নিসানসালা। বাংলাদেশের হয়ে জান্নাতুলের ৩ উইকেট ছাড়াও নিশিতা, ফাহমিদা, ফারজানা, সুবহা প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
টি২০ বিশ্বকাপে মালয়েশিয়ায় ‘ডি’ গ্রুপে বাংলাদেশের বাকি সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। ১৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে সুমাইয়াদের প্রতিপক্ষ নেপাল।

×