ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মোহামেডানের ব্যর্থতায় মন খারাপ আলফাজের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২২, ১০ জানুয়ারি ২০২৫

মোহামেডানের ব্যর্থতায় মন খারাপ আলফাজের

আলফাজ আহমেদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে অসাধারণ খেলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৬ ম্যাচের সবটিতেই জিতেছে তারা। অথচ এর ঠিক উল্টো চিত্র ফেডারেশন কাপে! তিন ম্যাচের দুটিতে হেরে বি-গ্রুপ থেকে বিদায় নেয়ার অপেক্ষায় আছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বাহিনী।

মঙ্গলবার কুমিল্লায় বিদেশীহীন ও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ঢাকার কাছে হেরে (১-০) গেছে তারা। এর ফলে ৩৬তম বারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায়ের শঙ্কায় পড়েছে মতিঝিলপাড়ার ক্লাবটি, যারা কি না এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে।
সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদের হাত ধরে মৌসুমটা দারুণভাবে শুরু করেছিল ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান। ফেড কাপের সর্বশেষ দুই আসরেই ফাইনাল খেলেছে তারা। ২০২৩ সালের আসরে তো চ্যাম্পিয়নই হয়েছিল আবাহনীকে হারিয়ে। কিন্তু এবারের অবস্থা অন্যরকম।

নকআউট পর্বে যাওয়া তো দূরে থাক, এখন তো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবার পর্যায়ে চলে গেছে তারা। যদিও এখনো এক ম্যাচ খেলা বাকি আছে। কিন্তু ‘মিরাকল’ কিছু না ঘটলে মোহামেডানের গ্রুপ পর্ব থেকে বাদ পড়াটা একপ্রকার নিশ্চিতই। ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার স্বপ্নপূরণ হচ্ছে না তাদের। 
গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতলেও কোনো অর্জন নেই মোহামেডানের। বি- গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচে রহমতগঞ্জেরও ছয় পয়েন্ট। দু’দলই কোয়ালিফায়ারের পথে এগিয়ে। তবে মোহামেডান তিন ম্যাচে দুটিতে হেরে আগের তিন পয়েন্ট নিয়ে আছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতলেও আবাহনী কিংবা রহমতগঞ্জের সঙ্গে হেড টু হেডে হারের কারণে তাদের বিদায় একপ্রকার নিশ্চিত।

তার আগে আবাহনী কিংবা রহমতগঞ্জের পয়েন্ট হারাতে হবে। তাই অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র আগেই মোহামেডানের বিদায় নিশ্চিত হচ্ছে। ফেডারেশন কাপ থেকে বিদায়ের সুর বেজে ওঠায় বিষণœ কোচ আলফাজ আহমেদের মন, ‘আমাদের খারাপ দিন ছিল, তাই আবাহনীর কাছে হেরে বিদায় নিতে হয়েছে। আসলে বিরতির পর অলআউট খেলতে গিয়ে গোল হজম করতে হয়েছে। ওরা প্রতি আক্রমণে গোল করেছে।

আমাদের ডিফেন্ডাররা ওদেরকে আটকাতে পারেনি। ফুটবলে এমন খারাপ দিন অনেক সময় যায়। আবাহনীতে বিদেশী না থাকলে কি হবে, ওদের সবারই তো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। আমরা তো আবাহনী না, বলতে গেলে জাতীয় দলের কাছে হেরেছি।’ 
প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে মোহামেডান। তাই ফেডারেশন কাপে ব্যর্থ হলেও এখন আলফাজের পূর্ণ দৃষ্টি লিগে, ‘ফেডারেশন কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখন আমাদের জন্য নিয়মরক্ষার। লিগে ভালোভাবে দৃষ্টি দিতে হবে। যে করেই হোক শিরোপা জেতার পণ আমাদের।’

×