ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হেরে গেলেন শাকিব খান!

প্রকাশিত: ২২:৩৩, ৯ জানুয়ারি ২০২৫

হেরে গেলেন শাকিব খান!

বিপিএলে বড় স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। তবে শাকিব খানের মালিকানাধীন দলটি এখন পর্যন্ত একটিও জয়ের মুখ দেখেনি। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও তাদের ৭ উইকেটের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা ভালো হয়নি। ইনিংসের চতুর্থ বলেই ১ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার জেসন রয়। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম এবং পরবর্তী ব্যাটার সাব্বির রহমান চেষ্টা করেন ইনিংস গড়ার।

সাব্বির রহমানের ব্যাট থেকে আসে এক দুর্দান্ত ইনিংস। তিনি মাত্র ৩৩ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রানে অপরাজিত থাকেন। তার এই বিধ্বংসী ইনিংসেই ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। তানজিদ হাসান করেন ৪৮ বলে ৫৪ রান। চট্টগ্রামের পক্ষে খালেদ আহমেদ ৩ উইকেট শিকার করেন।

জবাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দারুণ শুরু করে। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান পাওয়ার প্লেতে তুলে নেন ৫৫ রান। ইমন ব্যক্তিগত ১৭ রানে আউট হলেও উসমান খান ৩৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।

শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি (১৪ বলে ৩০*) এবং মোহাম্মদ মিথুন (২২ বলে ৩৩*) দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। চট্টগ্রাম ৩ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

আশিক

×