ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বরিশালের লঞ্চ ডুবিয়ে দিল সোহান ঝড়

প্রকাশিত: ২১:১০, ৯ জানুয়ারি ২০২৫

বরিশালের লঞ্চ ডুবিয়ে দিল সোহান ঝড়

ছবি: সংগৃহীত

শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। এমন অসম্ভব সমীকরণকে সম্ভব করে অবিশ্বাস্য এক জয়ে দলকে ইনিংসের শেষ বলে লক্ষ্যে পৌঁছে দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় নিয়ে চলতি বিপিএলে অপরাজিত থেকেই টানা ছয় ম্যাচ জিতল রংপুর রাইডার্স।

 

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ফরচুন বরিশাল। ওপেনার নাজমুল হোসেন শান্ত (৪১) ও তামিম ইকবাল (৪০) দুর্দান্ত শুরু এনে দেয়। তাদের ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর মিডল অর্ডারে সুবিধা করতে না পারলেও শেষদিকে ক্যারিবিয়ান তারকা কাইল মেয়ার্স ঝড় তোলেন। মাত্র ২৯ বলে ১ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ফাহিম আশরাফের ৬ বলে ২০ রানের ক্যামিওতে বরিশাল চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ফর্মে থাকা অ্যালেক্স হেলস ৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। শুরুর চাপ সামাল দেন তৌফিক খান তুষার (২৮ বলে ৩৮) ও সাইফ হাসান (১৯ বলে ২২)। তবে ইনিংস বড় করতে পারেননি তারা।

 

৬৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন খুশদিল শাহ (২৪ বলে ৪৮) ও ইফতিখার আহমেদ (৩৬ বলে ৪৮)। তাদের ৯১ রানের জুটি দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়।

শেষ ওভারে রংপুরের দরকার ছিল ২৬ রান। এমন কঠিন পরিস্থিতিতে কাইল মেয়ার্সের করা ওভারে প্রথম বল থেকেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন অধিনায়ক নুরুল হাসান। এরপর টানা চার বলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে রোমাঞ্চকর সমীকরণ নিয়ে আসেন ১ বলে ২ রানে। শেষ বলটি ছক্কায় উড়িয়ে দিয়ে দলের জয় নিশ্চিত করেন সোহান।

 

মাত্র ৭ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রংপুর অধিনায়ক। তার ব্যাটিং ঝড়ে ফরচুন বরিশালের ১৯৭ রানের লক্ষ্য ছাড়িয়ে যায় রংপুর। ফরচুন বরিশালের পক্ষে তানভির ইসলাম ২ উইকেট নিলেও শেষ ওভারে মেয়ার্সের বোলিং ব্যর্থতা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

 

এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা শক্ত করেছে। অধিনায়ক নুরুল হাসানের এই ফিনিশিং ইনিংস বিপিএলের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে থাকবে।

তাবিব

×