ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ইমতিয়াজ

প্রকাশিত: ১৯:০৭, ৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৭, ৯ জানুয়ারি ২০২৫

সাকিব আল হাসানকে নিয়ে যা বললেন ইমতিয়াজ

ছবি:- সংগৃহীত

সম্প্রতি দীপ্ত টিভির এক সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনয়শিল্পী ইমতিয়াজ একটি রেপিড ফায়ার রাউন্ডে অংশ নেন। এতে বিভিন্ন তারকাদের নিয়ে মন্তব্য করতে বলা হয়। প্রশ্নোত্তরের এক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসানের নাম এলে ইমতিয়াজের মন্তব্য অনেককেই অবাক করে।

ইমতিয়াজ বলেন, "তাকে (সাকিব) দিয়ে আমাদের দেশের ক্রিকেটে অনেক কিছু করা সম্ভব। কিন্তু দেশের জন্য দরকার নেই।"

সাকিব আল হাসান শুধু বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারই নন, তিনি আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত একজন অলরাউন্ডার। তাই এমন মন্তব্য অনেকের কাছে বেদনাদায়ক মনে হয়েছে।

ইমতিয়াজের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ কেউ মনে করেন, এটি হয়তো একধরনের রসিকতা বা ভুল বোঝাবুঝি ছিল। আবার অনেকেই এ ধরনের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×