আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা টুর্নামেন্টের আগে চিন্তার ভাঁজ আইসিসির মাথায়।হাইব্রিড মডেলেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পাকিস্তানের তিনটি ম্যাচ ভেন্যু প্রস্তুত নয়।
ইতোমধ্যে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন থেকে বঞ্চিতও হতে পারে পাকিস্তান।
পাকিস্তানের তিনটি ভেন্যু - লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকায়,অনেক দিন ধরে এই তিন ভেন্যুতে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে পিসিবি। মাঠ সংস্কারের কাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু করেছিল ২০২৪ সালের আগস্টে। যা সদ্যসমাপ্ত বছরের ৩১ ডিসেম্বরের ভেতর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ শেষ হওয়ার ধারেকাছেও যেতে পারেনি পিসিবি। অথচ আইসিসিকে স্টেডিয়ামগুলো বুঝিয়ে দেওয়ার শেষ সময় ১২ ফেব্রুয়ারি।
ফুয়াদ