ছবি:- সংগৃহীত
অস্ট্রেলিয়া সফর ভারতের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে কেবল একটি কারণে শিক্ষা! প্রথম টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও পরের চার টেস্টে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা যেন নিজেদের খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত সিরিজটি ভারত হেরেছে ৩-১ ব্যবধানে।
সিরিজের মাঝপথেই রবিচন্দ্রন অশ্বিন অবসরের ঘোষণা দেন, আর সিরিজ শেষে কোহলি ও রোহিতের অবসর নিয়ে জোর আলোচনা শুরু হয়।
তবে কোহলি-রোহিতদের বাজে ফর্ম আর দলের একের পর এক অসহায় হারের মধ্যেও সিরিজে ভারতের হয়ে যদি কেউ লড়ে থাকেন, তিনি যাসপ্রীত বুমরা। বলতে গেলে ভারত সিরিজে যতটুকুই লড়াই করেছে, সেটা বুমরার কারণেই। কিন্তু সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে পিঠের চোটের কারণে পঞ্চম দিনে আর মাঠে নামতে পারেননি সেই টেস্টে অধিনায়ক হিসেবে খেলা বুমরার।
এখন সেই বুমরাকে নিয়েই বড় দুশ্চিন্তায় পড়েছে ভারত। ঠিক কতদিন চোটের কারণে বাইরে থাকতে হতে পারে ৩১ বছর বয়সী পেসারকে, তবে শঙ্কা জেগেছে যে, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁকে না পেতে পারে ভারত। টুর্নামেন্টের বাকি যখন আর মাত্র ৪১ দিন, শঙ্কাটা ভারতকে না কাঁপিয়ে পারে না!
রাসেল