ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঘরের মাঠে আর্সেনালের হার, ফাইনালের পথে এগিয়ে নিউক্যাসল।

প্রকাশিত: ০৪:৩৮, ৮ জানুয়ারি ২০২৫

ঘরের মাঠে আর্সেনালের হার, ফাইনালের পথে এগিয়ে নিউক্যাসল।

ছবি:- সংগৃহীত

মঙ্গলবার ( জানুয়ারি) রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে - গোলে পরাজিত করেছে নিউক্যাসল। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন আলেক্সান্দার ইসাক অ্যান্থোনি গর্ডন।

ঘরের মাঠে বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। গোলের উদ্দেশে শটও কম নেয়নি গানাররা। কিন্তু ২৩ শটের বেশিরভাগই ছিল লক্ষ্যের বাইরে। মাত্র ৩টি শট তারা রাখতে পেরেছিল গোলমুখে। সুযোগ মিস করে হতাশ করেছেন কাই হাভার্টজ, লিয়ান্দ্রো ট্রোসার্ডরা। বিপরীতে শটের ৪টি গোলমুখে রেখেই সফল নিউক্যাসল।

দলকে প্রথম সাফল্যটা এনে দেন ইসাক। বক্সে জ্যাকব মার্ফির পাস দখলে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে বাঁ কর্নার দিয়ে জাল খুঁজে নেন সুইডিশ ফরোয়ার্ড। বিরতির পর সমতায় ফেরার বদলে ফের গোল হজম করে গানাররা। ৫১তম মিনিটে ছয় গজ দূরত্বে বল পেয়ে দলের বাঁ পায়ের শটে দলের লিড দ্বিগুণ করেন গর্ডন।

অন্যদিকে একের পর এক চেষ্টা চালিয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় গানাররা। তাতে ঘরের মাঠে হার দিয়েই প্রথম লেগ শেষ করলো মিকেল আর্তেতার শিষ্যরা।

দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে আগামী ফেব্রুয়ারি খেলবে আর্সেনাল। কারাবো কাপের ফাইনাল নিশ্চিত করতে হলে ওই লেগে - ব্যবধানে জিততে হবে আর্তেতার শিষ্যদের। অন্যদিকে - ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত করবে নিউক্যাসল। প্রতিপক্ষের মাঠে জোড়া গোলের জয়ে আপাতত ফাইনালের পথে এক পা দিয়েই রাখলো ম্যাগপাইরা।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×