ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

১০ রান করলেও লিটনকেই দলে চাই: সুজন

প্রকাশিত: ০১:৫৮, ৮ জানুয়ারি ২০২৫

১০ রান করলেও লিটনকেই দলে চাই: সুজন

ছবি:- সংগৃহীত

মঙ্গলবার ( জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে উইকেটে পরাজিত হয় ঢাকা। নিয়ে টুর্নামেন্টে টানা চারটি ম্যাচেই হারের মুখ দেখলো দলটি। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।

লিটনের রান খরা প্রসঙ্গে সুজন বলেন, 'আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন সে (লিটন), বাংলাদেশের ক্রিকেটে। যদিও সবাই বারবার আমাকে বলে, তবে আমি বারবারই বলব, লিটন ১০ রান করলেও দলে রাখতে চাই। কারণ, লিটনের এত বড় ভক্ত আমি।'

লিটনের একটা বড় ইনিংস দরকার উল্লেখ করে ঢাকার কোচ বলেন, 'তার একটা ব্যাডপ্যাচ যাচ্ছে। সবারই যায় এটা। একটা ভালো ইনিংস দরকার। ভালো শুরু করেছিল প্রথম ম্যাচে। টি-টোয়েন্টির বিচারে স্ট্রাইক রেটের দিক থেকে খুব বড় ইনিংস নয়, তার পরওওর ব্যাটিং দেখলে ওই ৩০ রান দেখতেও ভালো লাগে।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×