
সেঞ্চুরি পাওয়া উসমান খান। ছবি: সংগৃহীত
বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে চট্টগ্রাম কিংস। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন উসমান খান, তুলে নিয়েছেন টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। বল হাতে শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও আরাফান দারুণ বোলিং করেছেন। সকলের সম্মিলিত পারফরম্যান্সে বিপিএলের এই ম্যাচে রাজশাহীকে চেপে ধরে চট্টগ্রাম কিংস।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। প্রথম ওভারে কিংসের ওপেনার পারভেজ ইমনকে (০) ফিরিয়ে দলের জন্য একটি ভাল শুরু এনে দেন তাসকিন আহমেদ। তবে কিছু ক্যাচ মিস ও এলোমেলো বোলিংয়ে রাজশাহী নিজেদের মোমেন্টাম হারিয়ে ফেলে। জীবন পাওয়া উসমান খান শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করেন। তার সঙ্গে গ্রাহাম ক্লার্কের ১২০ রানের একটি দারুণ জুটিতে চট্টগ্রাম কিংস ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় লক্ষ্য দাঁড় করায়।
বিপিএলে আগেও সেঞ্চুরি পাওয়া উসমান খান ৬২ বলে ১২৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেন, যেখানে ১৩টি চার এবং ৬টি ছক্কার শট মারেন এই ব্যাটার। গ্রাহাম ক্লার্কও ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন, যেখানে পাঁচটি চারের সাথে দুটি ছক্কা ছিল। মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ রান করেন এবং হায়দার আলী ৯ বলে ১৯ রান যোগ করেন।
জবাব দিতে নেমে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় দুর্বার রাজশাহী। এরপর আর ইনিংস মেরামত করতে পারেনি তারা। প্রথমবার একাদশে জায়গা পাওয়া সাব্বির হোসেন দ্রুত ফিরে যান। এরপর পাক ক্রিকেটার মোহাম্মদ হারিস ও এনামুল হক ৩২ রানের ছোট একটি জুটি গড়লেও, পরবর্তী উইকেটগুলো দ্রুতই হারিয়ে বড় হার নিশ্চিত করে রাজশাহী। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১১৪ রানে অলআউট হয় দলটি।
এফ.মন্ডল