ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

ম্যাক্সওয়েলের এই অবিশ্বাস্য ক্যাচ কি ইতিহাস হয়ে থাকবে?

প্রকাশিত: ১৫:৫৩, ৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৩ জানুয়ারি ২০২৫

ম্যাক্সওয়েলের এই অবিশ্বাস্য ক্যাচ কি ইতিহাস হয়ে থাকবে?

চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন  অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। কেউ কেউ বলছেন, এটাই হবে নতুন বছরের সেরা। কারো মতে ইতিহাসের সেরা ক্যাচটি ধরে ফেলেছেন ম্যাক্সওয়েল। হালের ক্রিকেটে সেরা ফিল্ডারদের তালিকায় উপরের দিকে আছেন ম্যাক্সওয়েল। কেন তাঁকে সেরাদের কাতারে রাখা হয়, তা আরও একবার প্রমাণ করলেন এই অজি।

চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে সুপারম্যানই এক ক্যাচ নিলেন তিনি।

 ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।

খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।

সাইদ

×