ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন বিমান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়ন বিমান

প্রথমবার মেজর শিরোপা জয়ের আনন্দ বিমানবাহিনীর খেলোয়াড়দের, সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে

ফিল্ড হকি খুবই দ্রুতগতির এবং চিত্তাকর্ষক খেলা। এটা এমন এক খেলা, যেখানে খেলা শেষ হওয়ার এক সেকেন্ড আগেও গোল হতে পারে এবং পাল্টে যেতে পারে দৃশ্যপট। সোমবার এমন চিত্রই দেখা গেছে। হকি অনুরাগীরা বহুদিন পর প্রাণভরে উপভোগ করেছেন একটি জমজমাট হকি ম্যাচ।
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা বাংলাদেশ নৌ বাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। 
বাংলাদেশ বিমান বাহিনীর জয়ের নায়ক ছিলেন চৌকস ফরোয়ার্ড রাকিবুল হাসান। তার হ্যাটট্রিক গড়ে দেয় জয়-পরাজয়ের ব্যবধান। তবে তরুণ উইঙ্গার ওবায়দুল হাসান জয় ছিলেন বিমান বাহিনীর গেম চেঞ্জার। তার যা দুর্দান্ত স্টিক ওয়ার্ক এবং পুরো ম্যাচে উদ্ভাবনী ধারা বিমান বাহিনীকে নিয়ে যায় শিরোপার পথে। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

চ্যাম্পিয়ন বিমান  পায় ১ লাখ টাকা এবং রানার্সআপ নৌ বাহিনী পায় ৫০ হাজার টাকা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব) রিয়াজুল হাসান, প্যারাগন গ্রুপের প্রতিনিধিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
নৌবাহিনীর ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল ৫১ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার তাসিন আলীকে অব দ্য বল আঘাত করে দেখেন লাল কার্ড। নৌ বাহিনী আশরাফুল ইসলামের ড্র্যাগ অ্যান্ড ফ্লিকের ওপর নির্ভরশীল, এটি মাথায় রেখে পেনাল্টি কর্নার না দেওয়ার ব্যাপারে বিমান বাহিনীর ডিফেন্স শুরু থেকেই সতর্ক ছিল। নৌ বাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে বিমান বাহিনীর ডিফেন্ডারদের কঠিন মার্কিংয়ের মাঝে রাখাও ছিল বিমান বাহিনীর সাফল্যের আরেক কৌশল।

×