ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম

প্রকাশিত: ১৭:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:০৭, ২৯ ডিসেম্বর ২০২৪

টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না: তামিম

বিপিএলের গত মৌসুমে শিরোপা উচিয়ে ধরেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। বছর গড়িয়ে আরও একটি মৌসুম মাঠে গড়ানোর অপেক্ষায়। কাল উদ্বোধনী দিনে মাঠে নামার আগে বিপিএল নিয়ে প্রত্যাশা-পরিবর্তনের কথা বলেছেন তামিম ইকবাল।

 

দুর্বার রাজশাহী ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’

জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেছেন, কিন্তু দেননি কোনো আভাস। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’

শিহাব

×