বাংলাদেশ সেনাবাহিনী ও হকি খেলোয়াড় কল্যাণ ম্যাচের একটি দৃশ্য। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে
বুধবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিকেএসপি। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে দিনের প্রথম ম্যাচে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সেনাবাহিনী ২-১ গোলে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে হারায়।
বিকেএসপি-পুলিশ ম্যাচে জয়ী দলের জনি ইসলাম জোড়া গোল করেন। মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী ১টি করে গোল করেন।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে যারা মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে শিরোনাম হয়েছিল মূলত তাদের প্রতিপক্ষের ফিটনেস লেভেলের সঙ্গে তাল মেলাতে পারেনি এবং চতুর্থ কোয়ার্টারে মূলদ ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টানা দুই দিন কঠিন ম্যাচ খেলা হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যের জন্য ছিল কঠিন। চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি একটি সমান ম্যাচই ছিল এটি। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে দেন।
যদিও সেনাবাহিনী এ ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা জমিয়ে রেখেছিল। তাদের শারীরিক ফিটনেস খেলায় দৃশ্যমান প্রভাব রাখতে থাকে। শেষ দিকে এটি প্রায় একতরফা হয়ে যায়। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গোলরকক্ষক নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২ মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।