ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

২০২৫ সালে বাংলাদেশের যত ম্যাচ

প্রকাশিত: ১৮:১২, ২৪ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালে বাংলাদেশের যত ম্যাচ

ছবি : সংগৃহীত

চলতি বছরে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে বছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের। বরং ২০২৫ সালে লাল-সবুজে শিবিরে আরো বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে।

বছর শেষ হবার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়াবে। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া আসরের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি।

বিপিএল শেষে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নেওয়া শুরু করবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে নিজেদের গুছিয়ে নিতে ১০ দিনের মত সময় পাবে টাইগাররা।

মার্চের শেষদিকে ও এপ্রিলের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে লাল-সবুজেরা। রোডেশিয়ানদের বিপক্ষে হোম সিরিজে ৩ ওয়ানডের পাশাপাশি ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্ত-বাহিনী।

মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও রয়েছে।

আগস্টে ঘরের মাঠে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ভারতের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজেরা।

সেপ্টেম্বরে ৬ জাতির টুর্নামেন্ট এশিয়া কাপে অংশ নেবে টাইগাররা। এ ছাড়া অক্টোবরে হোম ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা।

এরপর নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দল দুটি। ঘরের মাঠে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকছে।

জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ : বিপিএল 

ফেব্রুয়ারি-মার্চ ২০২৫ : পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি

মার্চ ২০২৫ : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

মে ২০২৫ : পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

জুন-জুলাই ২০২৫ : শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

আগস্ট ২০২৫ : ঘরের মাঠে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

সেপ্টেম্বর ২০২৫ : এশিয়া কাপের স্লট

অক্টোবর ২০২৫ : ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

নভেম্বর-ডিসেম্বর ২০২৫ : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

মো. মহিউদ্দিন

×