ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জ্যোতি-ফারজানার ইতিহাস

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ২৪ ডিসেম্বর ২০২৪

জ্যোতি-ফারজানার ইতিহাস

নিগার সুলতানা জ্যোতি

প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকট লিগ (ওমেন এনসিএল)। তিন দিনের ম্যাচের এ প্রথম আসরে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সোমবার ম্যাচের তৃতীয় দিনে মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে করেন অপরাজিত ১৫৩ রান।

কয়েক ঘণ্টা পরেই একই ম্যাচে জ্যোতির মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ফারজানা হক খেলেছেন অপরাজিত ১০২ রানে ইনিংস। প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হয়ে ‘প্রথম’ হওয়ার সুযোগ হারানো এ ব্যাটার একদিন পরই সেঞ্চুরি হাঁকিয়ে জ্যোতির সঙ্গী হয়েছেন। তাতে অবশ্য ড্র হয়েছে ম্যাচ। ইতিহাস গড়া সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন জ্যোতি। ওদিকে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে আরেক ম্যাচে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারিছে দক্ষিণাঞ্চল।
সোমবার তৃতীয় ও শেষ দিনে নিগার-ফারজানার ইতিহাস গড়ার দিনে ড্র হয়েছে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ। নিগারের ১৫৩ রানের ভর করে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। একমাত্র ইনিংসে ২৫৩ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জ্যোতি। লাল বলে প্রথম শতকছোঁয়া ইনিংসে ২০ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। ২১৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে পরের পঞ্চাশ করতে তার লাগে ৩৮ বল। উত্তরাঞ্জলের হয়ে ১১৩ রান খরচায় ৬ উইকেট নেন অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৯০ রানের জুটি গড়েন উত্তরের দুই ওপেনার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিশা বিশ্বাসের বলে ক্যাচ আউট হন ইশমা। ১৭১ বলে ৮ চারে ৯০ রান করেন তিনি। এক ওভার পর দিশার বলে বাউন্ডারি মেরে তিন অঙ্কে পৌঁছান ফারজানা। ২২৬ বলে ১২ চারে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও তিনি করেন ৮৬ রান। অন্যদিকে বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম জয়টি পেয়েছে দক্ষিণাঞ্চল।

৩ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিন শুরু করা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৬২ রানে। দক্ষিণের অধিনায়ক রাবেয়া খান ১৮ রানে নেন ৫ উইকেট। তাতে মাত্র ৯ রানের লক্ষ্য পাওয়া দক্ষিণ কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় তা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও একমাত্র ইনিংসে ৭০ রান করা রাবেয়াই হয়েছেন ম্যাচসেরা।
জ্যোতি-ফারজানার  কীর্তির দিনে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফিরে এসেছিল ২০১৯ সালের ৫ ডিসেম্বরের এক স্মৃতি। সেদিন নেপালের পোখারা রঙ্গশালায় এসএ গেমস নারী ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেন জ্যোতি ও ফারজানা।

×