ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বার্সাকে তিনে ঠেলে শিরোপার নিয়ন্ত্রণ এখন মাদ্রিদের দুই ক্লাবে

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৪

বার্সাকে তিনে ঠেলে শিরোপার নিয়ন্ত্রণ এখন মাদ্রিদের দুই ক্লাবে

সেভিয়ার বিপক্ষে গোলের পর এমবাপেদের উদযাপন

চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল বার্সেলোনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে কাতালান ক্লাবটি এতোটাই দাপুটে পারফর্মেন্স উপহার দিয়েছিল যে, মনে হচ্ছিল স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করাটা যেন তাদের জন্য কেবলই সময়ের ব্যাপার! কিন্তু বছরের শেষ ম্যাচটি পাল্টে দিয়েছে সেই সমীকরণ।
২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নামার আগেও স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। এরপর টেবিলের দুই ও তিন নম্বরে ছিল যথাক্রমে মাদ্রিদের দুই ক্লাব অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ। কিন্তু বছরের শেষ ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। আর তাতেই টেবিলের শীর্ষ দুটি স্থান দখল করে নেয় তারা।একদিন আগেই বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠার আনন্দে মাতে অ্যাটলেটিকো মাদ্রিদগত শনিবারও লা লিগার টেবিলের শীর্ষে ছিল বার্সেলোনা। সেদনি রাতেই বার্সেলোনার মাঠে খেলতে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে ডিয়েগো সিমিওনের দল ২-১ গোলে পরাজিত করে বার্সেলোনাকে। আর তাতেই বার্সেলোনাকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থানটি দখল করে নেয় ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
সর্বশেষ রবিবার রাতে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে পরাজিত করে সেভিয়াকে। আর তাতেই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন রিয়ালের হয়ে গোল চারটি করেন যথাক্রমে কিলিয়ান এমবাপে, ফেডেরিকো ভালভার্দে, রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ। অন্যদিকে, সেভিয়ার হয়ে দুই অর্ধে গোল দুটি করেন ইসাক রোমেরিও এবং দোদি লুকিবাকিও। 

এই ম্যাচে জয়ের ফলে ১৮ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার দুই নম্বরে উঠে এসেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এই সময়ে ১২ ম্যাচে জয়, ৪টিতে ড্র আর ২টি ম্যাচে হেরেছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচ থেকে ১২ জয়, ৫ ড্র আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া, এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ১২ জয়, ২ ড্র এবং ৫ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে নেমে গেছে।
 

মোস্তফা/ আর কে

×