.
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি২০ আসরের ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। মঙ্গলবার ফাইনালে রংপুর বিভাগের মুখোমুখি হবে তারা। প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রংপুর । তাই অপেক্ষা বাড়ে মেট্রোর। রবিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা। আগে ব্যাট করে মেট্রো নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান তোলে। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। এবার এনসিএল টি২০ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। সেই পুরস্কার জেতার লড়াইয়ে মেট্রো-রংপুর মুখোমুখি হতে যাচ্ছে। উভয় দল পরস্পরের বিরুদ্ধে একবার করে জিতেছে। এবার দেখার অপেক্ষা ফাইনালে কার পক্ষে থাকে ভাগ্য।
সিলেটে রবিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয় ঢাকা মেট্রো-খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নামে মেট্রো। মাত্র ৪.৩ ওভারে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে ইমরানউজ্জামান সাজঘরে ফেরেন ১০ বলে ১ চার, ১ ছয়ে ১৪ রানে। এরপর যেন ধস নামে এবং রানের গতিও কমে যায়। একটানা কয়েকটি উইকেট হারিয়ে উল্টো বিপাকে পড়ে তারা। এক সময় ৬৮ রানেই ৬ উইকেট হারায় মেট্রো। তবে একপ্রান্তে নাইম শেখ দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনিও ৫৩ বলে ৬ চার, ১ ছয়ে ৫৭ রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৯ রান করতে সক্ষম হয় মেট্রো। ২টি করে উইকেট নেন মাসুম খান, শেখ পারভেজ জীবন ও মেহেদি হাসান রানা। জবাব দিতে নেমে খুলনা প্রথম থেকেই বিপাকে পড়ে মেট্রোর স্পিনারদের দাপটে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। প্রথম ওভারেই দুটি এবং ২ রানে ৩টি উইকেট হারিয়ে যে ধাক্কা খেয়েছে খুলনা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতেই খুলনা গুটিয়ে গেছে ৮১ রানে। এনামুল হক বিজয় ১৫ বলে ৩ চারে ১৬ ও নুরুল হাসান সোহান ১৮ বলে ২ চার, ১ ছয়ে ২২ রান করেন। অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ২.৪ ওভারে ১৩ রানে ৩টি এবং বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৩ ওভারে ১ মেডেনে ১৬ রানে ২টি এবং আরেক অফস্পিনার ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন। ডানহাতি পেসার মারূফ মৃধা ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নেন। ফলে ৩৮ রানের বড় জয় পায় মেট্রো। এই আসরের প্রাথমিক রাউন্ড থেকেই মেট্রো দুর্বার গতিতে এগিয়েছে। শক্তিমত্তায় যে তারা এগিয়ে সেই প্রমাণ তারা সব প্রতিপক্ষকেই দিয়েছে। প্রাথমিক পর্বে ৭টি ম্যাচই জিতে অপরাজিত থেকে প্লে-অফে পা রাখে তারা। এমনকি রংপুরকেও হারিয়েছে তারা। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সেই রংপুরের কাছেই ৪ উইকেটে পরাজিত হয়ে প্রথম ধাক্কা খায় মেট্রো। সবার আগে ফাইনালে পৌঁছে রংপুর। তবে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মেট্রো। ফাইনালের মাধ্যমে এবার চলতি আসরে তৃতীয়বারের মতো রংপুরের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে তাদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে শিরোপা লড়াই শুরু হবে দুই দলের মধ্যে।