ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেসির স্ত্রীসহ মক্কায় হজ, ভাইরাল ছবি ভুয়া বলে দাবি

প্রকাশিত: ২৩:৪৯, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:৫২, ২২ ডিসেম্বর ২০২৪

মেসির স্ত্রীসহ মক্কায় হজ,  ভাইরাল ছবি ভুয়া বলে দাবি

সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ত্রীসহ মক্কা ভ্রমণের চারটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও ছবিগুলো ভুয়া বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, রিউমার স্ক্যানার।প্রতিষ্ঠানটির অনুসন্ধানে জানা গেছে, মেসি ও তার স্ত্রীর মক্কা ভ্রমণের দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয় এবং সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এসব ছবির কোনো নির্ভরযোগ্য সূত্র মেলেনি।

এছাড়া, মেসির বিদেশ সফর সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। তবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে খুঁজেও তার সাম্প্রতিক মক্কা ভ্রমণ নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। একইভাবে, মেসির সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইনস্টাগ্রাম) প্রোফাইলেও এ ধরনের কোনো তথ্য নেই।ভাইরাল হওয়া ছবিগুলো বিশ্লেষণের সময় রিউমার স্ক্যানার টিম বেশ কিছু অসঙ্গতি চিহ্নিত করে। ছবিতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক এবং গলার স্থানে অপ্রাকৃত গর্ত লক্ষ্য করা যায়। এ ধরনের ত্রুটি সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়।

অতিরিক্ত যাচাইয়ের জন্য, ছবিগুলো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইটের সাহায্যে বিশ্লেষণ করা হয়। ডিপফেক শনাক্তকারী প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পরীক্ষায় দেখা যায়, এসব ছবিতে কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ বিদ্যমান।এ তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, মেসির মক্কা ভ্রমণের দাবিতে প্রচারিত ছবিগুলো আসলে ভুয়া এবং কৃত্রিমভাবে তৈরি।

রাজু

×