ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছয় মাসের জন্য যে সিদ্ধান্ত নিল কাবাডি ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৭, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:১৩, ২২ ডিসেম্বর ২০২৪

ছয় মাসের জন্য যে সিদ্ধান্ত নিল কাবাডি ফেডারেশন

কাবাডি এ্যাডহক কমিটির সভায় বর্ষপঞ্জি অনুমোদনের পর।

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ছয় মাসের বর্ষপঞ্জি অনুমোদন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। রবিবার (২২ ডিসেম্বর) ফেডারেশনের এ্যাডহক কমিটির প্রথম সভায় এসব কার্যক্রম অনুমোদন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেপাল ফ্রাঞ্চাইজি লিগে খেলোয়াড় পাঠানোর বিষয় অনুমোদিত হয়। এ ছাড়া দুবাই/থাইল্যান্ড ফ্রাঞ্চাইজি লিগে খেলোয়াড় পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।

আগামী ছয় মাসের মধ্যে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা, জাতীয় কাবাডি দলের ক্যাম্প (নারী ও পুরুষ), যুব উৎসব (ছেলে ও মেয়ে), জুনিয়র অনুশীলন ক্যাম্প (ছেলে ও মেয়ে), নেপাল/শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ, কাবাডি রেফারিজ ট্রেনিং কোর্স, কাবাডি কোচেস ট্রেনিং, জাতীয় চ্যাম্পিয়নশিপ (ছেলে ও মেয়ে), জুনিয়র সার্ভিসেস লিগ এবং নারী কর্পোরেট লিগ আয়োজনের অনুমোদন হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয় কার্যক্রমের ওপর ভিত্তি করে গঠিত হবে বিভিন্ন সাব-কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনামাফিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিভিন্ন সাব-কমিটিতে কার্যনির্বাহী কমিটির বাইরে থেকে বিশেষজ্ঞ নেওয়ার সুযোগ থাকবে। সভায় কার্যনির্বাহী কমিটির ১৮ সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন।

রুমেল খান/এম.কে.

×