ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেশি বেতনে বাড়ল বেশি,কম বেতনে বাড়ল কম

প্রকাশিত: ১৯:২৬, ২২ ডিসেম্বর ২০২৪

বেশি বেতনে বাড়ল বেশি,কম বেতনে বাড়ল কম

জাতীয় দলের মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকদের ১৬তম কার্যনির্বাহী সভা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টি  নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা এ ও বি গ্রেডের ক্রিকেটারদের বেতন বাড়ছে ২০ হাজার করে। এবং সি ও ডি গ্রেডের ক্রিকেটারদের বেতন ১০ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

চলতি কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৪ সালের ১ অক্টোবর। যার মেয়াদকাল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। বিসিবির এ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটার চার ক্যাটাগরিতে আছেন। এর বাইরে আরও ৩০ জনকে ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালের বোর্ড মিটিংয়ে।

শুধু বেতন বাড়ানো কিংবা নতুন চুক্তিতে খেলোয়াড় অন্তর্ভুক্ত করাই নয়, এর বাইরে এখন থেকে ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও উইনিং বোনাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ফারুক আহমদ বলেছেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ৩০ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা।’

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাঠামোতে গ্রেড এ- প্রতি মাসে ১ লাখ ২০ হাজার টাকা (২০ হাজার টাকা বেড়েছে, ২০%),গ্রেড বি- প্রতি মাসে ১ লাখ টাকা (বেড়েছে ২০ হাজার টাকা, ২৫%) গ্রেড সি- প্রতি মাসে ৭০ হাজার টাকা (বেড়েছে ১০ হাজার টাকা, ১৬.৬৭%),গ্রেড ডি- প্রতি মাসে ৬০ হাজার টাকা (বেড়েছে ১০ হাজার টাকা, ২০%)।

ফুয়াদ

×