ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার একটি প্রতিবেদকের সাথে তর্কের জেরে বিরাট কোহলিকে 'বুলি' বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। বৃহস্পতিবার মেলবোর্ন বিমানবন্দরে চতুর্থ বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টের জন্য পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। কোহলি সেসময় স্ত্রী আনুশকা শর্মা ও তাদের সন্তানদের সঙ্গে ছিলেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় পাপারাজ্জিদের প্রতি আগেই অনুরোধ করেছিলেন যেন তার সন্তানদের ছবি না তোলা হয়। তবে অস্ট্রেলিয়ায় এমন কোনও বিধি নেই; সেখানে সেলিব্রিটিদের ছবি তোলার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
মেলবোর্নে পৌঁছানোর পর চ্যানেল ৭-এর এক সাংবাদিক কোহলি ও তার পরিবারের ভিডিও ধারণ করেন। এতে বিরাট ক্ষুব্ধ হন। তিনি সাংবাদিককে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেন এবং জানান, তার একার ছবি রাখতে পারেন, কিন্তু পরিবারের ছবি মুছে ফেলতে হবে।
যদিও বিষয়টি আরও বড় আকার ধারণ করেনি, তবে নাইনের ক্রীড়া সাংবাদিক টনি জোনস কোহলির আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি তাকে "বুলি" বলে আখ্যায়িত করেন এবং মেলবোর্ন বিমানবন্দরে চ্যানেল ৭-এর সাংবাদিক ন্যাট ইয়োয়ানিডিসকে "গালিগালাজ করার" জন্য অভিযুক্ত করেন।
“ন্যাট তার ক্যামেরাম্যান নিয়ে সেখানে ছিলেন। এটা আমাদের প্রতিদিনের কাজের অংশ। রাজনীতিবিদ হোক বা খেলোয়াড়, বিমানবন্দরে উপস্থিত থাকি তাদের ছবি তোলার জন্য,” জোনস বলেন, “কোহলি এতে বিরক্ত হন। কিন্তু বাস্তবতা হলো, তুমি ক্রিকেট বিশ্বের একজন তারকা। সবার দৃষ্টি তোমার ওপরই থাকবে। তুমি একজন বুলিই, বিরাট।”
নাহিদা