ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজানফারের ফাইফারে সিরিজ আফগানদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৩, ২২ ডিসেম্বর ২০২৪

গাজানফারের ফাইফারে সিরিজ আফগানদের

রশীদ খান-হাশমাতউল্লাহদের সিরিজ জয়ের আনন্দ

আবারও আফগানিস্তানের স্পিন ঘূর্ণির সামনে ধরাশায়ী জিম্বাবুয়ে।হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিম্বাবুয়েকে মাত্র ১২৭ রানে থামিয়ে ১৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে হাশমাতউল্লাহ শাহীদির দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের এটি টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়। 

জিম্বাবুয়ের ইনিংসে ধস নামাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ গাজানফার। তিনি মাত্র ৩৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ১০ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন আফগানিস্তানের এই স্পিনার।

তিনটি উইকেট শিকার করেছেন রশিদ খানও। জিম্বাবুয়ের হয়ে প্রায় একাই লড়ে গেছেন শন উইলিয়ামস। তিনি ৩ ছক্কা ও ৬ চারে ৬০ রানের ইনিংস খেলেন। দলটির হয়ে ১৫ রানও করতে পারেননি আর কেউ। ছোটো লক্ষ্য তাড়ায় আফগানিস্তানকে কোনো বেগই পেতে হয়নি।

ওপেনার সেদিকউল্লাহ অটল ২টি ছক্কা ও ৪টি চারে ৫২ রান করেন। এমন ইনিংসে সিরিজ সেরার পুরষ্কারও উঠেছে তার হাতে। ওপেনিং জুটিতে ৮৪ রান যোগ করেন সেদিকউল্লাহ ও আব্দুল মালিক। দারুণ শুরুর পর মালিক আউট হন ২৯ রান করে। অটল ফিরেছেন হাফ সেঞ্চুরি করে।

১২ রানের মধ্যে দুই ওপেনার ফিরলেও রহমত শাহ ১৭ ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ২০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ওয়েসলি গাওয়ান্ডু।

সফরে এর আগে ২-১এ টি২০ সিরিজ জেতে আফগানরা।

মিরাজ/জাফরান

×