ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভয়ে কাঁপছে বড় দুই দল

প্রকাশিত: ০২:২৯, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০২:৩০, ২২ ডিসেম্বর ২০২৪

ভয়ে কাঁপছে বড় দুই দল

বাংলাদেশ সময় আজ রাত ২টায় যখন বার্সেলোনার মাঠে নামবে দিয়েগো সিমেওনের আতলেতিকো, প্রশ্ন উঠে গেছে – বার্সা কি এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ফর্মে থাকা দলটারই মুখোমুখি হয়ে কতটা ভালো করতে পারবে।অক্টেবরে যাদের কাউন্টই করা হতো না তাঁদের সাথে কি পেরে উঠবে বার্সা।

 

বার্সেলোনার সবশেষ ছয় ম্যাচের ৫টিতেই পয়েন্ট হারিয়েছে। যেখানে এক জয়ের বিপরীতে হেরেছে ৩টিতে, ড্র করেছে দুটিতে।সব টুর্নামেন্ট মিলিয়ে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচেই জিতেছে আতলেতিকো মাদ্রিদ।

২৭ অক্টোবর যখন রেয়াল বেতিসের মাঠে ১-০ গোলে হারে আতলেতিকো মাদ্রিদ, সেটি লিগে ১১তম ম্যাচে গিয়ে তাদের প্রথম হার ছিল ঠিকই, কিন্তু ততদিনেই লিগের শিরোপাদৌড়ে আর তাদের গোনায় ধরেননি অনেকে।

সেই সপ্তাহেই বার্সার কাছে ৪-০ গোলে হারলেও রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার পরেই ছিল। আর আতলেতিকো? আগের ১০ ম্যাচের ৫টিতেই ড্র করায় তারা তখন ছিল লিগে ৪ নম্বরে। মাদ্রিদের চেয়ে তখনই ৪ পয়েন্টে পিছিয়ে ছিল তারা, বার্সার চেয়ে ১০ পয়েন্টে!

কিন্তু দুই মাস পর এখন বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদ – স্প্যানিশ লিগের সবচেয়ে বড় দুই দলের মাথাব্যথা আতলেতিকোই।

 

ফুয়াদ

×