ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাফল্যের শিরোপা নিয়ে ফিরছে টাইগাররা

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২৩:৩১, ২১ ডিসেম্বর ২০২৪

সাফল্যের শিরোপা নিয়ে ফিরছে টাইগাররা

.

চলতি বছর বাংলাদেশের পুরুষ ক্রিকেটে খুব বেশি সাফল্য নেই। যতখানি সফলতা এসেছে তা গৌরবময় ঘটনারই জন্ম দিয়েছে। সবমিলিয়ে উত্থান-পতনে ভরপুর একটি বছর কেটেছে বাংলাদেশের। শেষটা হয়েছে সাফল্যমন্ডিত। এ বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ ব্যতীত টেস্ট ও টি২০ সিরিজে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে সফরকারী বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও তার প্রতিশোধ নিয়েছে টি২০ সিরিজে। বছরের শেষ সিরিজটি এই ফরম্যাটে খেলে তারুণ্যনির্ভর বাংলাদেশ দল স্বাগতিক উইন্ডিজকে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে। বছর শেষ করেছে একটি ট্রফি জিতে। সেই শিরোপা নিয়ে ৪ ধাপে ক্যারিবিয় দ্বীপপুঞ্জ থেকে ফিরছে টাইগাররা। আজ সকাল পৌনে ১১টায় প্রথম ৫ জন আসছে সেই শিরোপা নিয়ে, বিকেল ৫টায় আসবেন ৭ জন। রবিবার সকালে দুই ধাপে আসবেন বাকি ক্রিকেটাররা। সেন্ট ভিনসেন্টে গত জুনে আফগানিস্তানের কাছে হেরে টি২০ বিশ^কাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল সেই ভেন্যু থেকেই একটি ট্রফি নিয়ে ফিরছে।
এ বছরের শুরুতে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে তাদের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। টি২০ সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে। এরপর মে মাসে ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে জুনে টি২০ বিশ্বকাপ খেলার জন্য যুক্তরাষ্ট্র সফরে যায় বাংলাদেশ দল। সেখানে আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টি২০ সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়। এরপর বিশ^কাপে অংশ নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ অবশ্য ভালোই খেলেছে। ৪ ম্যাচের তিনটিতেই জিতে সুপার এইটে পা রাখে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে। এর মধ্যে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে সেন্ট ভিনসেন্টে। কিন্তু সুপার এইট পর্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বিনা যুদ্ধে পরাজিত হওয়ার পর আফগানিস্তানের কাছেও হেরেছে এবং বিদায় নিয়েছে। সেই ম্যাচটি হয়েছে সেন্ট ভিনসেন্টেই। আর সেখানেই এবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি২০-তে ৪ নম্বরে থাকা উইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। বাংলাদেশের বোলিং সাফল্যই এমন অবিস্মরণীয় অর্জনের মূলে। কারণ কোনো একটি দ্বিপক্ষীয় সিরিজের সব ম্যাচেই একটি দল অলআউট হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্যাচেই অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। সেন্ট ভিনসেন্ট থেকে যে হতাশা নিয়ে গত জুুনে ফিরে এসেছিল বাংলাদেশ দল, সেখান থেকেই সাফল্যের হাসি নিয়ে দেশে ফিরেছে। তৃতীয়বার কোনো দলকে টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। উইন্ডিজকে করেছে প্রথমবার এবং তাদের বিপক্ষে ৬ বছর পর সিরিজ জিতেছে এই ফরম্যাটে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৫ বছর পর টেস্টও জিতেছে এবার জ্যামাইকার কিংস্টনে এবং সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। কিন্তু ওয়ানডেতে দুর্বার বাংলাদেশ দল উইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে আরব আমিরাতে গিয়ে আফগানিস্তানের কাছেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। সবমিলিয়ে এ বছর ৯ ওয়ানডে খেলে ৬টি হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ৩টি। সিরিজ একটি জিতলেও হেরেছে দুটি। তবে টেস্টে বেশ ভালো সাফল্য এসেছে। এ বছর ৩ টেস্ট জিতেছে বাংলাদেশ। কোনো এক বছরে সবচেয়ে বেশি জয় টেস্টে এবারই। এর মধ্যে অবিস্মরণীয় সাফল্য ছিল গত আগস্টে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার অবিশ^াস্য ঘটনা। সিরিজটির আগে পাকদের কখনো টেস্টে হারাতেই পারেনি বাংলাদেশ।  কিন্তু ভারত সফরে ও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে খুব বাজেভাবে। সবমিলিয়ে ১০ টেস্ট খেলে এ বছর হেরেছে ৭টি এবং জিতেছে ৩টি। আর টি২০-তে ২৪ ম্যাচ খেলে ১২ জয় ও ১২ হার দেখেছে বাংলাদেশ। অর্থাৎ ক্ষুদ্রতম এই ফরম্যাটেই সবচেয়ে উন্নতি হয়েছে এ বছর, কিন্তু পিছিয়েছে ওয়ানডেতে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে চলতি বছরই ৭ নম্বর থেকে ৯ নম্বরে নেমেছে বাংলাদেশ। অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ও টি২০ থেকে ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ টি২০ থেকে এ বছর অবসর নিয়েছেন। তাই অম্ল-মধুর স্বাদ নিয়েই বছরটা শেষ করেছে বাংলাদেশ দল।
প্রথম ভাগে ২২ ডিসেম্বর সকাল ১০টায় পাঁচজন এবং বিকেল পাঁচটায় ফিরবেন সাতজন। দ্বিতীয় ভাগে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে চারজন ফিরবেন ঢাকায়।

×