ছবিঃ সংগৃহীত।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ প্রতিযোগিতার প্রথম আসরে সবার আগে ফাইনালে পা রেখেছে রংপুর বিভাগ।
প্রাথমিক রাউন্ডের শেষ দুটি ম্যাচই হেরে যায় তারা। এর মধ্যে দুর্বার গতিতে ছুটে চলা ঢাকা মেট্রোর কাছেও পরাজিত হয়। অবশেষে সেই মেট্রোর গতি থামিয়েছে রংপুর প্রথম কোয়ালিফায়ারে। আজ সিলেট আন্তর্জাতিক ম্যাচে আকবর আলীর নেতৃত্বে রংপুর ৪ উইকেটে মেট্রোকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনসিএল টি২০ আসরের প্রাইজমানি ঘোষণা করেছে শনিবার বোর্ড সভা শেষে। চ্যাম্পিয়নরা ২০ লাখ এবং রানার্সআপরা ১০ লাখ টাকা পুরষ্কার পাবে।
এবারই প্রথম লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলা ৭ বিভাগীয় দল ও ঢাকা মেট্রোকে নিয়ে এনসিএল টি২০ আয়োজন করেছে বিসিবি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্বোধনী আসরের ঘোষণা দেওয়া হলেও প্রাইজমানি জানানো হয়নি। সেটি শনিবার বিসিবির সভা শেষে জানানো হয়েছে।
ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে রংপুর বিভাগ। তাদের কাছে মেট্রো হেরে গেলেও রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে জিতলে তাদেরও ফাইনাল খেলার সুযোগ রয়েছে। এলিমিনেটর ম্যাচে খুলনা আজ চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে বিদায় করে দিয়েছে।
আজ তারা ৪ উইকেটে হারায় টানা ৭ ম্যাচ জিতে রকেটের গতিতে ছুটতে থাকা ঢাকা মেট্রোকে। আগে ব্যাট করে মেট্রো চলতি আসরে নিজেদের সবচেয়ে বাজে ব্যাটিং উপহার দিয়েছে। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৭ রান করে তারা। সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানউজ্জামান। রবিউল হক ৩ উইকেট নেন।
জবাবে আকবর আলীর রংপুর ১৯.২ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়। তানবীর হায়দার ও আরিফুল হক ২২ উভয়ে ২২ রান করেন। এবার ফাইনালের প্রতিপক্ষের জন্য অপেক্ষায় থাকবে রংপুর। এবার চ্যাম্পিয়ন হতে পারলেই ২০ লাখ টাকার অর্থ পুরষ্কার পাবে তারা। রানার্সআপ হলে পাবে ১০ লাখ টাকা।
বিসিবির ঘোষণা করা এনসিএল টি২০ আসরের প্রাইজমানিতে আরও আছে সেরা ব্যাটার, সেরা বোলার ও টুর্নামেন্ট সেরার জন্য অর্থ পুরষ্কার। সেরা ব্যাটার ও বোলার উভয়ে ৫০ হাজার টাকা করে এবং টুর্নামেন্ট সেরা ১ লাখ টাকা পাবে।
মামুন/ রিয়াদ