ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহাগ বিতর্ক

যতদূর জানতে পেরেছি এটা একটা মিসকমিউনিকেশন: উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ২০:০৮, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২০:০৯, ২১ ডিসেম্বর ২০২৪

যতদূর জানতে পেরেছি এটা একটা মিসকমিউনিকেশন: উপদেষ্টা আসিফ

কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা, তার পাশেই কাবাডির এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক

গত ১৪ নভেম্বর নয়টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। যার মধ্যে জাতীয় খেলা কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি।

 

সেই সমালোচনা খানিকটা আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটিও করেছিল। আকস্মিকভাবে সেই তদন্ত কার্যক্রমও স্থগিত করে দেওয়া হয়। যা ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছে বিস্ময়। 

আজ শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার দিতে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যতদূর জানতে পেরেছি এটা একটা মিসকমিউনিকেশন ছিল। এই কারণে একটি ভুল হয়েছে। তো পরবর্তীতে বোধ হয় ওটা উইথড্রো করা হয়েছে।’ 


গত দেড় মাসেও আরও কোন এ্যাডহক কমিটি দেয়নি ক্রীড়া পরিষদ। এ বিষয়ে উপদেষ্টার কথা, ‘আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর এ্যাডহক কমিটি প্রকাশ করছি। বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী ধাপেরগুলো দেখতে পাবেন।’

 
বাংলাদেশের কাবাডির উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।  আসিফ মাহমুদ জানান, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। কাবাডি খেলাকে যেন সামনের দিকে আরও এগিয়ে নেয়া যায় এবং সবার কাছে পৌঁছে দেয়া যায় সেজন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সাহায্য করবো। কাবাডি ফেডরেশনকে ধন্যবাদ জানাতে চাই, তারুণ্যের উৎসব শুরু হতে অফিসিয়ালি এখনও কিছু দিন বাকি আছে। কিন্তু কাবাডি ফেডরেশন আগে থেকেই কাবাডির মাধ্যমে এই উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে।

রুমেল খান/ফুয়াদ

×