ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ক্রীড়াবিদদের বেতন বৈষম্য কমানোর আহ্বান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৪, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:৫৫, ২১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়াবিদদের বেতন বৈষম্য কমানোর আহ্বান

সম্মেলনে উপস্থিত নারী ক্রীড়াবিদদের একাংশ

‘দেশের ক্রীড়াঙ্গনে বেতন কাঠামোর পুরোটাই অসঙ্গতি। পুরুষ ও নারী ক্রীড়াবিদদের একই বেতন কাঠামোতে আনা উচিত। কারণ আমরা নারীরা কোন অংশেই পুরুষ ক্রীড়াবিদদের চেয়ে কম নই। অন্তত বলতে পারি, বিভিন্ন গেমস থেকে যত স্বর্ণপদক এনেছি, পুরুষরা তা পারেননি। তাই বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সমান অংশীদার আমরাও’, শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ইউএসএইড ও বিএসপিএ আয়োজিত ‘গতিতেই সুস্বাস্থ্য’ শীর্ষক নারী ক্রীড়াবিদদের এক অনুষ্ঠানে ক্রীড়াঙ্গণেন অভিবাবকদের কাছে এমন আহ্বান জানান এসএ গেমসে জোড়া স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার। 


মেয়ে ক্রীড়াবিদদের বিদেশ যাত্রার ক্ষেত্রে নারী ম্যানেজার পাঠানোর আবেদন জানান সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ডালিয়া আক্তার। সাবেক স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্নার দাবী দেশে পুরুষদের চেয়ে নারী ক্রীড়াবিদরাই এগিয়ে সাফল্যের ক্ষেত্রে। তাই বৈষম্য হটিয়ে নারী-পুরুষ ক্রীড়াবিদদের সমান অধিকার পাওয়ার প্রত্যাশা করেন। এছাড়াও নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সাবেক শুটার সাবরিনা সুলতানা, জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা, স্কোয়াশ খেলোয়াড় মারজান আক্তার নারী ক্রীড়াবিদদের বিভিন্ন সমস্যা ও সমাধানের আবেদন জানিয়ে বক্তব্য রাখেন।
 

রুমেল খান/ শিহাব

×