ম্যানসিটির জার্সিতে ১০টি মেজর শিরোপা জিতেছেন রুবেন দিয়াজ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তার আগেই সমর্থকদের ইনজুরি সংক্রান্ত আরও একটি দুঃসংবাদ দিলেন ক্লাবটির কোচ পেপ গার্দিওলা। জানিয়েছেন, চোঁটের কারণে এবার মাঠের বাইরে ছিটকে গেলেন সিটিজেনদের পর্তুগীজ ডিফেন্ডার রুবেন দিয়াজ।
ফলশ্রুতিতে চোঁটে জেরবার ম্যানচেস্টার সিটির ইনজুরির তালিকাটা আরও দীর্ঘ হলো। পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন কমপক্ষে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দিয়াজ। সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচের ৭৫ মিনিটেই ইনজুরিতে পড়েছিলেন দিয়াজ। কিন্তু পর্তুগীজ তারকা এতোটাই মানসিকভাবে শক্তিশালী ছিল যে, তারপরও খেলাটা চালিয়ে গেছেন। যা দিয়াজের জন্যই এখন কাল হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে ক্লাবটির সফল কোচ পেপ গার্দিওলা বলেন, ‘ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটে সে (দিয়াজ) কিছুটা সমস্যা অনুভব করেছিল। কিন্তু তথাপি সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং মাঠে খেলা চালিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তারই ফল হিসেবে এখন সে ইনজুরিতে। এটা তার পেশীসংক্রান্ত সমস্যা। এজন্য তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অথচ, এই মৌসুমে নেই টেবিলের শীর্ষ তিনে। ১৬ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে পেপ গার্দিওলার দল। যেখানে এক ম্যাচ কম খেলেও ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ফলে দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ৯। তাই এবার শিরোপা ধরে রাখাটা প্রায় অসম্ভবই বলা চলে সিটিজেনদের জন্য।
বিশেষ করে সাম্প্রতিক পারফর্মেন্স এই কথাই বলে। কেননা, সর্বশেষ ১১ ম্যাচে ম্যানচেস্টার সিটির জয় মাত্র এক ম্যাচে! পেপ গার্দিওলার জন্য যা একেবারেই বেমানান। এমন পরিস্থিতিতে গার্দিওলার সামনে কী অপেক্ষা করছে তা বলতে পারে কেবলই সময়।
তবে ব্যর্থতা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া সিটিজেনরা। সেই পথে আজ ম্যানসিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ম্যাচটা হবে অ্যাস্টন ভিলার মাঠে। এই মুহুর্তে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ভিলা। সিটিজেনদের সঙ্গে পয়েন্ট ব্যবধান অবশ্য মাত্র দুই। নিজেদের মাঠে তাই ছেড়ে কথা বলবে না তারাও।
ইসরাত