লন্ডনে ম্যানইউর বিরুদ্ধে গোলের পর টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিনের (মাঝে) উচ্ছ্বাস
চতুর্থ দল হিসেবে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৪-৩ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। স্পার্সদের হয়ে জোড়া গোল করেছেন ডোমিনিক সোলাঙ্কি। ফাইনালে ওঠার লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ এখন দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল। আরেক সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেড।
একদিন আগেই ইংলিশ লিগ কাপ কিংবা কারাবাও কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্সেনাল, নিউক্যাসল ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেবে কারা? ম্যানচেস্টার ইউনাইটেড নাকি টটেনহ্যাম হটস্পার? তা জানার জন্যই মুখিয়ে ছিল ভক্ত-সমর্থকরা। সেই লড়াইয়ে বৃহস্পতিবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেয় টটেনহ্যাম হটস্পার।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক শিবির। নিজেদের সমর্থকদের সামনে তারা এতটাই দুর্দান্ত খেলে যে ম্যাচের বয়স যখন ৫৪ মিনিট তখন ৩-০ গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। এই সময়ে জোড়া গোল করেন ডোমিনিক সোলাঙ্কি। ১৫ এবং ৫৪ মিনিটে গোল দুটি করেন তিনি। মাঝে ৪৬ মিনিটে গোল করেন স্পার্সের দেজান কুলুসোভস্কি।
তবে তিন গোল হজম করেও হাল ছাড়েনি ম্যানইউ। ৬৩ থেকে ৭০ মিনিটের মধ্যেই ২ গোল শোধ করে ম্যাচের রং পাল্টে দেয় রুবেন আমোরিমের দল। গোল দুটি করেন জশুয়া জিরেকজে ও আমাদ দিয়ালো। তবে ৮৮ মিনিটে সন হিউং-মিন গোল করে ব্যবধান ৪-২ করে স্পার্সরা। যোগ করা সময়ের ৪ মিনিটে জনি ইভান্স গোল করে নাটক জমালেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।