ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

রবিবার ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশের মেয়েরা

শিরোপা জিততে আশাবাদী সুমাইয়ারা

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:০৬, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোপা জিততে আশাবাদী সুমাইয়ারা

শুক্রবার কুয়ালালামপুরে নেপালের বিরুদ্ধে উইকেট লাভের আনন্দ বাংলাদেশের মেয়েদের

প্রথমবারের মতো আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেই গৌরবময় সাফল্য অর্জনের খুব কাছাকাছি বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে পা রেখেছে তারা। শিরোপা জেতার জন্য রবিবার কুয়ালালামপুরের বায়ুমাস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জিতলেই সেই অবিস্মরণীয় কীর্তি গড়বে বাংলাদেশের কিশোরীরা। ২০১৮ সালের নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল শিরোপা জিতেছিল।

এবার জুনিয়রদের সেই সাফল্য পাওয়ার অপেক্ষা। সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার কুয়ালালামপুরে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে নেপালের কিশোরীরা ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেটে ৫৪ রান তোলে। জবাবে ৯.৫ ওভারেই বাংলাদেশের মেয়েরা ১ উইকেটে ৫৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়।

কিছুদিন আগে ছেলেদের যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ পুরুষ দল ভারতের যুবাদেরই হারিয়ে। এবার মেয়েদেরও সেই সুযোগ তৈরি হয়েছে। সুপার ফোরের অপর ম্যাচে শক্তিশালী ভারত অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ৪ উইকেটে শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে তাদের বিদায় করে দেয়।
গ্রুপ পর্বে ও সুপার ফোরের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেপালের মেয়েরা বোনাসসহ ২ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকে বাংলাদেশের চেয়ে। তাই সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি না হলে কিংবা নেপাল জিতলেই ছিটকে পড়ত বাংলাদেশ। কারণ বাংলাদেশের ঝুলিতে গ্রুপ পর্ব থেকে পাওয়া ২টি বোনাস পয়েন্টই শুধু ছিল। ওই ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীরাও ফাইনালে পা রাখত। তাই নেপালের বিপক্ষে শুক্রবার জয় পাওয়াটা অতীব জরুরি হয়ে দাঁড়ায় বাংলাদেশের মেয়েদের।

সেই ম্যাচেও বৃষ্টির হানা ছিল। কিন্তু বিধাতা শেষ পর্যন্ত মুখ তুলে তাকিয়েছেন বাংলাদেশের কিশোরীদের দিকে। ১১ ওভারে খেলা নির্ধারিত হয়েছে। আগে ব্যাট করতে নেমে নেপালের মেয়েরা দারুণ ব্যাটিং করেছে। কেউ বড় স্কোর করতে না পারলেও দ্রুত রান তুলেছেন। ওপেনার সাবিত্রি ধামীই শুধু দুই অঙ্কে পৌঁছেন। তিনি ১২ বলে ১ চারে করেন ১১ রান। এছাড়া ১১ বলে ৯ রান করেন পূজা মাহাতো। ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রান তোলে নেপাল। ৪ জন রানআউট হন।

১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম ও আনিসা আক্তার সোবা। জবাব দিতে নেমে মাত্র ৭.২ ওভারে ৪৬ রানের উদ্বোধনী জুটি উপহার দেন ফাহমিদা ও মোসাম্মৎ ইভা। ২১ বলে ১ ছয়ে ১৮ রানে ইভা সাজঘরে ফেরেন। এরপর সুমাইয়া আক্তার সুবর্ণা ৬ বলে অপরাজিত ১০ রান করে ফাহমিদার সঙ্গে জয় নিয়েই মাঠ ছাড়েন। 
ফাহমিদা ৩২ বলে ৩ চারে অপরাজিত থাকেন ২৬ রানে। কুসুম গোদার একমাত্র উইকেটটি নেন। ৯.৫ ওভারে ১ উইকেটে ৫৮ রান তুলে সহজ জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ৪ পয়েন্ট অর্জন করে। এবার ফাইনালে ভারতের মুখোমুখি হবেন তারা শিরোপার লড়াইয়ে। সেটি হতে যাচ্ছে বাংলাদেশের কিশোরীদের জন্য প্রতিশোধের ম্যাচ। কারণ ইতোমধ্যে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতীয় কিশোরীদের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

×