ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

পরিবার নিয়ে ভারত ছাড়ছেন বিরাট কোহলি

প্রকাশিত: ০০:০৩, ২১ ডিসেম্বর ২০২৪

পরিবার নিয়ে ভারত ছাড়ছেন বিরাট কোহলি

ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেটের তারকা বিরাট কোহলি ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই তিনি তাঁর পরিবার—স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে লন্ডনে পাড়ি জমাবেন বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তার শৈশবের কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, কোহলি লন্ডনে তার পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান। রাজকুমার বলেন, “কোহলি খুব শীঘ্রই আনুশকা, ভামিকা ও অকায়কে সঙ্গে নিয়ে লন্ডনে চলে যাবে। ক্রিকেটের বাইরের সময়টা কোহলি পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। অবসরের পরও তিনি সেখানে বাকি জীবন কাটাতে চান।”

এমন একটি সিদ্ধান্ত কেন নিলেন কোহলি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাজকুমার শর্মা। তিনি জানিয়েছেন, লন্ডনে থাকলে কোহলি এবং তার পরিবার অনেক বেশি প্রাকৃতিকভাবে এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন। তিনি বলেন, “লন্ডনে কোহলির জীবনযাপন অনেক সহজ এবং শান্তিপূর্ণ। সেখানে নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করার তাগিদ নেই, যা ভারতে প্রতিনিয়ত করতে হয়।”

নুসরাত

×