ছবিঃ সংগৃহীত।
বিশ্বের শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন। এটা এক সময় ছিল স্বপ্ন। নানা ধাপ ও আনুষ্ঠানিকতা পেরিয়ে এখন সেটি বাস্তবে রূপ নিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফিফা থেকে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর শুক্রবার বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
তিনি বলেন, ‘সবকিছুরই একটা ধারাবাহিকতা থাকে। এক দশক আগে জামালের মাধ্যমে শুরু হয়েছিল। পরে তারিক কাজী এসেছে। এখন হামজা এল। সামনে হয়তো বাংলাদেশের কেউ বড় কোনো লিগে খেলার সুযোগ পাবে।’
হামজার পাশাপাশি বাফুফে আরও প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে। তাদেরও সুযোগ দিতে চায় বাফুফে। তাবিথ প্রসঙ্গে বলেন, ‘আশা করছি হামজার মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবো। বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেনু আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ২৫ মার্চ। এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচেই হামজাকে পাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে সভাপতি বলেন, ‘কোনও তথ্য আপাতত নেই। এখনও সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা প্ল্যানিং করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ ক্লোজড ডোর হবে।
ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে এ্যালাও করতে দেবো না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে।
ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’
রুমেল খান/ রিয়াদ