ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

এশিয়া রাগবির বিশেষ স্থানে বাংলাদেশের সাঈদ

প্রকাশিত: ২০:৫০, ২০ ডিসেম্বর ২০২৪

এশিয়া রাগবির বিশেষ স্থানে বাংলাদেশের সাঈদ

যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এশিয়া রাগবি স্পোর্ট ফর অল কমিটির চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন।

২০২৫- ২০২৮ মেয়াদের জন্য এই স্বেচ্ছাসেবী পদে তাঁর নিয়োগকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়’ বলে জানিয়েছেন রাগবি ফেডারেশন।


"সাঈদ আহমেদ দেশের রাগবি উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর এই নতুন দায়িত্ব এশিয়ায় রাগবি খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা তাঁর পাশে আছি এবং তাঁর সাফল্যের জন্য শুভকামনা জানাই,” বলেছেন বাংলাদেশ রাগবির সাধারণ সম্পাদক মৌসুম আলী।


বাংলাদেশ রাগবি আশা করে, সাঈদ আহমেদের নেতৃত্বে এশিয়ার রাগবি খেলা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এর জনপ্রিয়তা আরও বাড়বে।

রুমেল খান\ রিয়াদ

×