লেগস্পিনারের হাহাকার ঘোচানো রিশাদের নতুন রেকর্ড
রশীদ খান, আদিল রশীদ, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গারা যেখানে বিশ্ব মাতিয়ে চলেছেন, সেখানে বাংলাদেশে একজন লেগস্পিনারের হাহাকার অনেক দিনের। যুবায়ের লিখন, আমিনুল বিপ্লবরা আশা দেখালেও প্রত্যাশা পুরন করতে পারেননি। আগমনেই হারিয়ে গেছেন। রিশাদ হোসেন সেখানে ব্যতিক্রম।
প্রতিভাবান এ লেগস্পিনার কেবল টিকে থাকতেই আসনেনি, গড়েছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০তে এক বছরে সর্বাধিক উইকেট শিকারের নতুন রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (শুক্রবার) সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট ও সিরিজে ৬ উইকেট নিয়ে এই বছর তার উইকেট মোট ২৪ ম্যাচে ৩৫টি। ২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে আগের রেকর্ডটি ছিল মুস্তাফিজুর রহমানের।
গত জুনে টি২০ বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এক বিশ্বকাপে যা বাংলাদেশের রেকর্ড । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ৭ উইকেট ও শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে মুস্তাফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিনও। এ বছর তার উইকেট ১৯ ম্যাচে ৩০টি।
এই বছর ১৮ ম্যাচে ২৭ উইকেট নিয়ে রেকর্ডের চার নম্বরেও আছেন মুস্তাফিজ। টি২০ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে অনেকটা এগিয়ে গেছেন তিনি।২০২১ সালে ১৮ ম্যাচে ২৫ উইকেট নিয়ে রেকর্ডের পাঁচে সাকিব আল হাসান।
সবপরি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড সহযোগী দেশ উগান্ডার এক বোলারের। গত বছর ৩০ ম্যাচে ৫৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার আলপেশ রামজানি। উগান্ডারই আরেক বাঁহাতি স্পিনার হেনরি সেনইয়োন্দো গত বছর ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে আছেন রেকর্ডের দুইয়ে।
এই বছর আন্তর্জাতিক টি২০তে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট এহসান খানের। আইসিসির আরেক সহযোগী সদস্য দেশ হংকংয়ের অফ স্পিনার ২৭ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট। সে হিসেবে উইকেট শিকারে রিশাদের ওপরে আছেন পাঁচ বোলার।
তবে টেস্ট খেলুড়ে এলিট দেশগুলোর মধ্যে রিশাদের অবস্থান চার নম্বরে, যৌথভাবে দুইয়ে! যেখানে ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে শীর্ষে ভারতীয় পেসার আর্শদীপ সিং। সামন ৩৬ শিকারে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি খেলেছেন ২৩ ম্যাচ। অস্ট্রেলিয়ার জাম্পা রিশাদের সমান ৩৫ উিইকেট নিযেছেন ২১ ম্যাচে। ১৮ ম্যাচে ৩৪ উইকেট নিয়ে তাদের ঠিক পেছনেই আছেন আরেক তারকা লেগস্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
মিরাজ/ এসআর