ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

বিজয় দিবস কাবাডি

ক্লাবগুলো অনীহা দেখাচ্ছে যে কারণে ...

প্রকাশিত: ২০:৫০, ১৯ ডিসেম্বর ২০২৪

ক্লাবগুলো অনীহা দেখাচ্ছে যে কারণে ...

বিদেশি খেলোয়াড় না খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদে খেলছে না বর্তমান রানার্সআপ মেঘনা কাবাডি ক্লাব। ফলে আগের বছরের চেয়ে কম দল নিয়ে শুরু হয়েছে বিজয় দিবস কাবাডির খেলা। আজ বৃহস্পতিবার পল্টনের ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের খেলায় ফায়ার সার্ভিসকে চারটি লোনাসহ ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে বড় জয় পেয়েছে পুলিশ।

এর আগে ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা ও সদস্য এমএম কায়সার এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

আগের আসরের চেয়ে দল কমেছে এবার। গত বছর পুলিশে তিন ভারতীয় ও মেঘনা ক্লাবে দুই মালয়েশিয়ান খেলেছিলেন। এবার বিদেশি না খেলানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। তাই সম্প্রতি ফেডারেশনে চিঠি দিয়ে খেলায় অংশ না নেওয়ার কথা জানায় মেঘনা কাবাডি ক্লাব।

গত ৯ ডিসেম্বর ফেডারেশনে পাঠানো চিঠিতে ক্লাবটির প্রতিনিধি শাহিন আলম লেখেন, ‘মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টে মেঘনা কাবাডি দল অংশ নেবে। যদি বিদেশি খেলোয়াড় উক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করতে না পারে তাহলে বাংলাদেশ মেঘনা কাবাডি দল খেলায় অংশগ্রহণ করবে না।’ 
গত আসরের গোপালগঞ্জ ও মৌলভীবাজার। আশঙ্কার কথা হল, বর্তমান  এ্যাডহক কমিটির তত্বাবধানে কোন টুর্নামেন্ট বা লিগে না খেলার কথা এই প্রতিনিধিকে জানিয়েছে প্রিমিয়ার বিভাগের ক্লাব দিয়া স্পোর্টিং ক্লাব, প্রথম বিভাগের শাহ মোস্তফা স্পোর্টিং ক্লাব, আইডিয়াল স্পোর্টিং ক্লাব ও ম্যানসিটি স্পোর্টিং ক্লাব। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, না খেলতে চাওয়া ক্লাবের তালিকা আরও দীর্ঘ হতে পারে। সেখানে যুক্ত হতে পারে ঢাকা ওয়ান্ডারার্স এবং আজাদের মতো ক্লাব দুটিও।

রুমেল খান

×