ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেডারেশন কাপ

কিংসকে হারিয়ে ফর্টিসের প্রতিশোধ, ওয়ান্ডারার্সকে লজ্জা দিল ব্রাদার্স

প্রকাশিত: ১৮:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪

কিংসকে হারিয়ে ফর্টিসের প্রতিশোধ, ওয়ান্ডারার্সকে লজ্জা দিল ব্রাদার্স

ফর্টিস ফুটবল ক্লাব

মঙ্গলবার ফেডারেশন কাপে এ-গ্রুপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে (ঢাকার বসুন্ধরা কিংস এ্যারেনায় অনুষ্ঠিত) ফর্টিস ২-০ গোলে পরিস্কার ব্যবধানে হারিয়েছে তিনবারের ও বর্তমান ফেড কাপ চ্যাম্পিয়ন কিংসকে।

ম্যাচসেরা হন বিজয়ী দলের মো. আবদুল্লাহ। অপরদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারের স্বাদ দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। 


এই জয়ে এ-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ফর্টিস। ২ ম্যাচে এটা তাদের প্রথম জয়। আগের ১ ড্রতে (পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা) মোট ৪ পয়েন্ট তাদের। পক্ষান্তরে শীর্ষস্থান হারিয়েছে ২ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া কিংস। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে অবস্থান পাঁচ দলের মধ্যে তৃতীয়। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছিল। 


কিংসকে হারিয়ে মধুর প্রতিশোধও নিয়েছে বটে ফর্টিস। ফেডারেশন কাপের গত আসরের গ্রুপ পর্বে কিংসের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। 


কিংস-ফর্টিস ম্যাচে গোল করেন ফর্টিসের জাসুর জুমায়েভ এবং মো. আবদুল্লাহ (২-০)।   
ওয়ান্ডারার্স-ব্রাদার্স ম্যাচে বিজয়ী দলের গাম্বিয়ান ফরোয়ার্ড মুস্তাফা দ্রাম্মেহ (২৫, ৬৫ ও ৭০ মিনিটে) এবং ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন (২৯, ৪৮ ও ৮২ মিনিটে) হ্যাটট্রিক করেন। এছাড়া মিডফিল্ডার কাওসার আলী রাব্বি (৮ মিনিটে) এবং এলিটা কিংসলে (৯০+৩ মিনিটে) ১টি করে গোল করেন। 


২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স পয়েন্ট টেবিলের দুইয়ে এবং ১ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে আছে ওয়ান্ডারার্স।  

রুমেল খান/ রিয়াদ

×