ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতেও নাহিদের গতির ঝড় দেখা যাবে

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টিতেও নাহিদের গতির ঝড় দেখা যাবে

টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেই দেখা যাবে নাহিদ রানাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পরই বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স নাহিদ রানাকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারই প্রতিফলন দেখা গেছে অবশেষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে সোমবার ভোরে প্রথম টি২০ দিয়ে। তার আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নাহিদের টি২০ দলে অন্তর্ভূক্তির কথা।

জ্যামাইকা টেস্ট চলার সময় ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ তাকে আখ্যা দেন ‘বাংলাদেশ এক্সপ্রেস’ হিসেবে। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গতিধর বোলার নাহিদ রানা। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার জাতীয় দলে ডাক পান টেস্টে এবং অভিষেকও হয় তার। 

নাহিদ ৫ টেস্ট খেলার পর গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ডাক পান এবং সেই ফরম্যাটেও অভিষেক হয়েছে তার। সবমিলিয়ে ৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলার পর এবার হুট করেই টি২০ দলে ডাক পেয়ে গেলেন এই ডানহাতি ফাস্ট বোলার।
 
 ২২ বছর বয়সী নাহিদ ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ১ টেস্ট ও ২ ওয়ানডে খেলে দলের আস্থা কুড়িয়েছেন। সে কারণেই প্রথমবার টি২০ স্কোয়াডেও জায়গা করে নিলেন। 

আগামীকাল প্রথম টি২০  এবং ১৮ ও ২০ ডিসেম্বর বাকি দুই টি২০ অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে।

মামুন/নুসরাত

×