সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে অ্যাকশনে ত্রুটি থাকায় কয়েকদিন আগে বোলিং নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানের। সেটি শুধু ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করতে না পারায় এখন আন্তর্জাতিক ক্রিকেট এবং বাংলাদেশের বাইরে কোনো স্বীকৃত আসরেও বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান।
রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বছর সারে কাউন্টির হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট আসরে খেলেন সাকিব আল হাসান। সেখানেই তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা হয়। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃত ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি সাকিব।
ফলে ইংলিশ কাউন্টিসহ ইংল্যান্ডের ঘরোয়া যেকোনো আসরে সাকিবের বোলিং করার ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আশঙ্কা ছিল আন্তর্জাতিক ক্রিকেটেও সেই নিষেধাজ্ঞা পাওয়ার। শেষ পর্যন্ত তাই ঘটলো।
বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছে বিসিবি। এরপর রবিবার রাতে জানানো হয় আইসিসির ১১.৩ ধারা অনুসারে সাকিব আর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। এমনকি বাংলাদেশের বাইরে ঘরোয়া কোনো ক্রিকেট আসরেও তার বোলিং নিষিদ্ধ।
অবশ্য ব্যাটার হিসেবে যেকোনো পর্যায়ের যেকোনো ফরম্যাটের ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব আল হাসান।
এছাড়া বিসিবি চাইলে দেশের যেকোনো আসরে সাকিব বোলিং করার অনুমতি পেতে পারেন। আর আইসিসির অনুমোদিত ল্যাবে আবার অ্যাকশন পরীক্ষা দিয়ে পাস করলে বোলিং নিষেধাজ্ঞাও উঠে যাবে।
মামুন/নুসরাত