ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিপিএলে নতুন চমক দিলো চট্টগ্রাম কিংস

প্রকাশিত: ০৩:৩১, ১৫ ডিসেম্বর ২০২৪

বিপিএলে নতুন চমক দিলো চট্টগ্রাম কিংস

কানাডিয়ান মডেল ইয়েশা সাগর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশ আসরের আগেই নতুন নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে।

সেই ধারায় চট্টগ্রাম কিংস নতুন এক চমক দিয়েছে। তারা দলটির অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে কানাডিয়ান মডেল, অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার এবং ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে। 

চট্টগ্রাম কিংস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। সেখানে জানানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কানাডার এই মডেল বিপিএলের আসন্ন একাদশ আসরে চট্টগ্রাম কিংসের সঙ্গে যুক্ত হবেন। ইয়েশা সাগর বিপিএলই প্রথম নয়, এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তিনি সঞ্চালনা করেছেন, যেখানে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি ইয়েশা সাগর স্বাস্থ্য সচেতনতায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তার সঙ্গে বর্তমানে বেশ কিছু খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের চুক্তি রয়েছে। 

এছাড়াও, চট্টগ্রাম কিংস এর আগে শহীদ আফ্রিদিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। শহীদ আফ্রিদি বিপিএলের সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন, এবং তার এই ভূমিকা চট্টগ্রাম কিংসের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিপিএলের একাদশ আসরের জন্য চট্টগ্রাম কিংস সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। 

আশিকুর রহমান

×