ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বিদায়ী টেস্টেও ছক্কায় মাতালেন সাউদি!

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪৬, ১৫ ডিসেম্বর ২০২৪

বিদায়ী টেস্টেও ছক্কায় মাতালেন সাউদি!

স্ত্রী-সন্তানদের নিয়ে হ্যামিল্টনে উপস্থিত হয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি

বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককুলাম, অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস গেইল- টেস্ট ইতিহাসের সর্বাধিক পাঁচ ছক্কার চার জন। আরেকটি নাম কার হতে পারে? অনেকেই হয়ত ভাবছেন রোহিত শর্মা, বিরেন্দর শেবাগদের কেউ। কিছুটা অদ্ভুত লাগলেও টেস্টে সর্বোচ্চ ছক্কার সেরা চারে আছেন টিম সাউদি! হ্যামিল্টনের সেডন পার্কে জীবনের শেষ টেস্টেও সেই স্বাক্ষর রাখলেন কিউই পেসার।

ওপেনিংয়ে অধিনায়ক টম লাথাম (১৩৫ বলে ৬৩) ও শেষ দিকে মিচেল স্যান্টানরের (৫৪ বলে অপরাজিত ৫০) দারুণ দুটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৩১৫ রান তুলে শনিবার প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। ১০ বলে ১ চারের সঙ্গে ৩ ছক্কায় ২৩ রান করে সাউদি প্যাভিলিয়নমুখী সাউদির সঙ্গে এসে হাত মেলান ইংলিশ অধিনায়ক ও অন্যরা। সকালে মাঠে আসেন তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে।
১০৭ টেস্টের ১৫৫ ইনিংসে ‘বোলার’ সাউদির ছক্কার সংখ্যা এখন ক্রিস গেইলের সমান ৯৮টি। দ্বিতীয় ইনিংসে আর ৩টি ছক্কা মারলেই অজি কিংবদন্তি গিলক্রিস্টকে (৯৬ টেস্টে ১০০টি) ছাড়িয়ে তিনে উঠে যাবেন। ১১০ টেস্টে ১৩৩ ছক্কায় সবার ওপরে বর্তমান ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ১০১ টেস্টে ১০৭ ছক্কায় দুইয়ে ম্যাককুলাম ১৬৬ টেস্টে ৯৭ ছক্কায় সাউদির ঠিক পেছনে গ্রেট জ্যাক ক্যালিস।

×