গ্যাবায় বৃষ্টি হানা দিলে এভাবেই দৌড়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার উসমান খাজা
দুই টেস্ট শেষে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার এখন ১-১ সমতায়। ব্রিসবেনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ ক্রিকেটে সময়ের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেয়িা। এই টেস্টের পর ঐতিহাসিক গ্যাবায় আর ক্রিকেট ম্যাচ হবে না। ২০৩২ সালের অলিম্পিক হবে ব্রিসবেনে। গ্যাবা হবে মূল ভেন্যু। এই ম্যাচের পর মাঠটি চলে যাবে অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির হাতে। শনিবার আলোচিত টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বৃষ্টি, খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। টসে হেরে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান।
প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫.৩ ওভারে অস্ট্রেলিয়ান ওপেনারদের অস্বস্তিতে ফেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা। এই সময়ে খাজা ২২ বলে করেন ১৩ রান। আধা ঘণ্টা পর আবার শুরু হয় খেলা। হার্শিত রানার জায়গায় একাদশে ফেরা আকাশ দ্বীপ আক্রমণে এসে বেশ ভালো বোলিং করেন। সুইংয়ের পাশাপাশি মুভমেন্ট আদায় করে নেন। লড়াই জমে উঠছিল যখন তখনই আবার হানা দেয় বৃষ্টি। এই দফায় ৭.৫ ওভারে মাত্র ৯ রান দেয় ভারত। দীর্ঘ অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খাজা ৪৭ বলে ৩ চারে ১৯ ও ম্যাকসুয়েনি অপরাজিত ৩৩ বলে ৪ রানে।
যেহেতু অন্তত ১৫ ওভারও খেলা হয়নি, দর্শক আগ্রহ ধর রাখতে ৩০ হাজার ১৪৫ দর্শককে প্রথম দিনের পুরো টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।