বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন কাল শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরস্থ ডাক ভবনের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত হবে।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় আড়াইশোর বেশি দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিজয়ীদের মোট নগদ দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব (প্রসাশন অনুবিভাগ) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
রুমেল খান/ এসআর