নারী অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট খেলতে শুক্রবার সকালে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। এবারই প্রথম এই আসর অনুষ্ঠিত হবে ৬ দল নিয়ে। ম্যাচগুলো হবে টি২০ ফরম্যাটে। বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল ছাড়াও খেলবে স্বাগতিক মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত।
১৫ ডিসেম্বর শুরু হয়ে এই আসরটি শেষ হবে ২২ ডিসেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিটে প্রথম ম্যাচ এবং বেলা ২টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের দুই ম্যাচে শ্রীলঙ্কা-মালয়েশিয়া ও দ্বিতীয়টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ১৬ ডিসেম্বর প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ও ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের কিশোরীরা।
‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। উভয় গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরে প্রতিটি দল অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর সেরা দুই দল ফাইনালে যাবে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দল খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল॥ সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া অসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিঙ্কি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও মেহেরুন নেসা।
মামুন/এসআর