ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশ লিগ রাউন্ড-৪ (চূড়ান্ত) আরচারি

বিকেএসপি এবং আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ২০:৫৬, ১২ ডিসেম্বর ২০২৪

বিকেএসপি এবং আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন

আজ বৃহস্পতিবার টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “বাংলাদেশ লিগ রাউন্ড-৪ (চূড়ান্ত)” আরচারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লিগে দেশ সেরা ৮টি করে দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বছরের শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। 

লিগের খেলা শেষে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী রিকার্ভ ডিভিশনে সর্বোচ্চ ৬০ পয়েন্ট অর্জনকারী বিকেএসপি-১ কে চ্যাম্পিয়ন ট্রফি ও গোল্ড মেডেল এবং কম্পাউন্ড ডিভিশনে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট অর্জনকারী আর্মি আরচারি ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি ও গোল্ড মেডেল প্রদান করেছেন। 

আরও উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, কোষাধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ। 
 

রুমেল খান/ এসআর

×