ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ম্যানসিটির দুঃখ আরও বাড়াল জুভেন্টাস

প্রকাশিত: ১১:৩৮, ১২ ডিসেম্বর ২০২৪

ম্যানসিটির দুঃখ আরও বাড়াল জুভেন্টাস

সিটির জালে বল জড়িয়ে উড়ছে জুভেন্টাসের খেলোয়াড়রা

ম্যানচেস্টার সিটির দুর্দশা যেন কিছুতেই কাটছে না। ইংলিশ জায়ান্টদের মাঠের পারফর্মেন্স এতোটাই বাজে যাচ্ছে যে, এমন অবস্থা পেপ গার্দিওলা তার গোটা কোচিং ক্যারিয়ারে কখনোই সম্মুখীন হননি।

সব মিলিয়ে সাত ম্যাচে জয়বিহীন থাকার পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। ধারণা করা হচ্ছিল হয়তো ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসবে সিটিজেনরা। কিন্তু আসলে পারেনি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করার পর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আবারও পরাজয়ের লজ্জা পেল পেপ গার্দিওলার দল। এদিন ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ২-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটিকে। 

এর ফলে প্রিমিয়ার লিগে এককভাবে রাজত্ব করা ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ঘণ্টা বাজার শঙ্কা দেখা দিয়েছে। কেননা, এই মুহুর্তে টেবিলের ২২ নম্বরে অবস্থান করছে তারা। গ্রুপ পর্বে সিটিজেনদের বাকি দুই ম্যাচ পিএসজি ও ক্লাব ব্রাগের বিপক্ষে। বাকী দুই ম্যাচে পা হড়কালে কিংবা টেবিলের ২৪ নম্বরের নিচে চলে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে ম্যানচেস্টার সিটির। কেননা, ইউরোপ সেরার এই টুর্নামেন্টের নতুন ফরম্যাটে ৯ থেকে ২৪তম অবস্থানে থাকলেই কেবল সুযোগ পাবে প্লে-অফ খেলে শেষ ষোলোয় যাওয়ার।

বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাস তাদের মাঠে আতিথ্য দিয়েছিল ম্যানচেস্টার সিটিকে। তবে ম্যাচের প্রথমার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। কিন্তু নিজেদের সমর্থকদের সামনে দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে উঠে স্বাগতিক শিবির।

ম্যাচের বয়স যখ ৫৩ মিনিট তখন প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। দারুণ এক হেডে গোল করে ডুসান ভøাহোভিচ জুভেন্টাসকে প্রথম এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটেই ব্যবধান দ্বিগুন করে তারা। এবার গোলের নায়ক জুভেন্টাসের ওয়েস্টন ম্যাককেনি। এরপর আর গোল না হলে ২-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে হালান্ড-ডি ব্রুইনরা।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। শীর্ষে যথারীতি লিভারপুল। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট সর্বোচ্চ ১৮।

বুধবার আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ফলে ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কাতালান ক্লাবটি। ১৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনালও এদিন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাব মোনাকোকে। এছাড়া, জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিলে, এসি মিলান, ফেইনুর্ড এবং স্টুটগার্ট।
 

মোস্তফা/আর কে

×