ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সোহাগকে নিয়ে শিগগিরই তদন্ত শুরু করবে এনএসসি

প্রকাশিত: ২০:১৬, ১১ ডিসেম্বর ২০২৪

সোহাগকে নিয়ে শিগগিরই তদন্ত শুরু করবে এনএসসি

এনএসসি

‘তদন্তের আদেশ পেলেও নানা কাজে আমি ব্যস্ত ছিলাম। তাই এতদিন তদন্ত শুরু করতে পারিনি। খুব শিগগিরই অর্থ বিভাগকে চিঠি ইস্যু করতে বলব সংশ্লিষ্টদের কমিটির সামনে হাজির হওয়ার জন্য‘, আজ বুধবার কথাগুলো বলেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির একমাত্র কর্মকর্তা সাইদুর রশিদ। এদিকে সোহাগের দুর্নীতি খতিয়ে দেখতে ইতোমধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, পরিচালক (ক্রীড়া) শামছুল আলম এবং পরিচালক (অর্থ) সাইদুর রশিদের কাছে চিঠি দিয়েছেন সংগঠক দেলোয়ার হোসেন। 
চিঠিতে দেলোয়ার লিখেছেন, ‘গত চার বছরে দেশের বঙ্গবন্ধুর নামে অপেশাদার কিছু দেশকে এনে নামমাত্র আন্তর্জাতিক টুর্নামেন্টে করেছেন সোহাগ। যেখানে বিনা দরপত্রে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে। এছাড়া আইজিপি কাপ ও বিচ কাবাডি থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার এ্যাডটাচ কোম্পানির নামে। সঠিকভাবে তদন্ত করলেই বেরিয়ে আসবে সোহাগের কোটি কোটি টাকা দুর্নীতির আসল চিত্র।’ 

মুঠোফোনে দেলোয়ার বলেন, ‘গত সাত বছরে ফ্যাসিস্ট আওয়ামী লিগ সরকারের দোসর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সহায়তায় কাবাডি থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সোহাগ।’ 
 

রুমেল খান/আর কে

×